রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১০ বছরের সাজার আদেশপ্রাপ্ত আসামি মোহন ওরফে মহিনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র থেকে তাকে গ্রেফতার করা হয়।
রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ আহাম্মেদ জানান, ২০০৬ সালের ডিসেম্বরে মোহনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়। ওই মামলায় তাকে ১০ বছরের কারাদণ্ডাদেশ দেন আদালত। এতোদিন তিনি রাজধানীসহ আশপাশের এলাকায় আত্মগোপনে ছিলেন। শনিবার দুপুরে নিজ বাড়িতে আসেন তিনি। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৬
বিএসকে/এসআই