ঢাকা: আটদফা দাবির অবসান ঘটনাতে ধর্মঘটে থাকা কাভার্ডভ্যান মালিক-শ্রমিকদের সঙ্গে বসেছেন সরকারের দুই মন্ত্রী ও পুলিশ মহাপরিদর্শক (আইজি)।
শনিবার (০৫ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভা কক্ষে তাদের সঙ্গে বসেছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান, এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গাঁ ও পুলিশ মহাপরিদর্শক একেএম শহীদুল হক।
এছাড়াও এতে উপস্থিত রয়েছেন- সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিক এবং পণ্য পরিবহন মালিক-শ্রমিক সমিতির নেতারা।
বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান অ্যান্ড ট্রান্সপোর্ট এজেন্সি মালিক-ঐক্য পরিষদ আট দফা দাবিতে রেবাবার (০৬ নভেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেয়।
ধর্মঘটকে সামনে রেখে সকালে কয়েক হাজার শ্রমিক জাতীয় প্রেসক্লাবের সামনে ট্রাক-পিকআপ নিয়ে রাজধানীতে শোডাউন ও সমাবেশ করে।
সায়েদাবাদ ট্রাক স্ট্যান্ড পুর্নবহাল, রাজধানীসহ প্রতিটি জেলায় জরুরি ভিত্তিতে ট্রাক টার্মিনাল ও ট্রাক স্ট্যান্ড, ট্রাক, কাভার্ডভ্যান, পিকআপ, মিনি ট্রাকের বাম্পার ও সাইড এঙ্গেল খোলার আদেশ প্রত্যাহার, জরিমানা মওকুফ করে গাড়ির কাগজপত্র নবায়নের সুযোগসহ আট দফা দাবিতে তারা এ ধর্মঘটের ডাক দিয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৬
এমআইএইচ/বিএস