ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় গণতান্ত্রিক বাজেট আন্দোলনের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৬
বগুড়ায় গণতান্ত্রিক বাজেট আন্দোলনের মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ায় গণতান্ত্রিক বাজেট আন্দোলন জেলা কমিটির উদ্যোগে ‘আয়ের আর্থিক গোপনীয়তা রাখা বন্ধ করো ও করপোরেট আয়কর নিশ্চিত করো’ দাবিতে মানববন্ধন করা হয়েছে।

 

 
শনিবার (০৫ নভেম্বর) শহরের সাতমাথায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।


 
কর্মসূচিতে বক্তব্য রাখেন, গণতান্ত্রিক বাজেট আন্দোলনের জেলা কমিটির সদস্য পল্লী উন্নয়ন প্রকল্পের প্রধান সমন্বয়কারী সেখ মো. আবু হাসানাত, নির্বাহী পরিচালক কানিজ রেজা, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, শিশু নাট্য সংগঠন থিয়েটার আইডিয়ার পরিচালক নিভা রানী সরকার প্রমুখ।
 
এসময় বক্তারা বলেন, নিম্ন-আয়ের জনগণের ওপর অতিরিক্ত করের বোঝা চাপিয়ে না দিয়ে করপোরেট ট্যাক্স ফাঁকি বন্ধ করতে সরকারকে আরও তৎপর হতে হবে। কারণ বিত্তবানরা বিভিন্ন কায়দায় ও অজুহাতে ট্যাক্স ফাঁকি দিয়ে থাকেন।
 
যদি করপোরেট ট্যাক্স ফাঁকি বন্ধ করা যায় তাহলে দেশের সুষম উন্নয়ন সম্ভব বলেও মনে করেন বক্তারা।
 
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৬
এমবিএইচ/আরআইএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।