ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে ৩০ লাখ টাকার শিক্ষাবৃত্তি দিলো জেলা পরিষদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৬
খাগড়াছড়িতে ৩০ লাখ টাকার শিক্ষাবৃত্তি দিলো জেলা পরিষদ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে ২০১৫ সালের চতুর্থ ও সপ্তম শ্রেণির কৃতি শিক্ষার্থী এবং উচ্চ শিক্ষার জন্য দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে ৩০ লাখ টাকার বৃত্তি দেওয়া হয়েছে।

শনিবার (৫ নভেম্বর) দুপুরে খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল স ম মাহবুব উল আলম।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- খাগড়াছড়ি জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার মো. মজিদ আলী ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ঞ্চু মণি চাকমা প্রমুখ।

এ অনুষ্ঠানে চতুর্থ শ্রেণির বৃত্তি পরীক্ষায় জেলা পর্যায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের যথাক্রমে ১৫ হাজার, ১২ হাজার ও ১০ হাজার করে টাকা এবং সনদপত্র ও ক্রেস্ট দেওয়া হয়।

উপজেলা পর্যায়ে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তদের মধ্যে প্রথম স্থান অধিকারী আটজনকে পাঁচ হাজার টাকা করে, ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ৯৯ জনকে দুই হাজার টাকা করে ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত ২০৫ জনকে এক হাজার করে টাকা সনদপত্র দেওয়া হয়।

সপ্তম শ্রেণিতে জেলা পর্যায়ে প্রথম থেকে তৃতীয় স্থান অধিকারীদের যথাক্রমে ২০ হাজার, ১৫ হাজার ও ১২ হাজার টাকা, সনদপত্র ও ক্রেস্ট দেওয়া হয়।

এছাড়া খাগড়াছড়িতে সপ্তম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া ৮৫ জনকে তিন হাজার টাকা করে এবং ১৪৫ জনকে দেড় হাজার করে টাকা ও সনদপত্র দেওয়া হয়।

এদিকে, চতুর্থ শ্রেণির বৃত্তি পরীক্ষায় পঞ্চমবারের মতো জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে রামগড় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সপ্তম শ্রেণির বৃত্তি পরীক্ষায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হয়েছে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।

উচ্চ শিক্ষায় অধ্যয়নরতদের তিনটি গ্রুপে মোট ৩৮৬ শিক্ষার্থীকে মোট ২০ লাখ টাকা দেওয়া হয়। সব মিলে ৩০ লাখ টাকার বৃত্তি দেওয়া হয়। এনিয়ে পঞ্চমবারের মতো পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে শিক্ষা বৃত্তি দেওয়া হলো।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৬
আরবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।