ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে জমি অধিগ্রহণ বিষয়ে মতবিনিময় সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৬
ময়মনসিংহে জমি অধিগ্রহণ বিষয়ে মতবিনিময় সভা ছবি: অনিক খান- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহ বিভাগের নতুন বিভাগীয় শহর প্রতিষ্ঠার লক্ষ্যে সদর উপজেলার চরাঞ্চলের জমির মালিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন।

শনিবার (০৫ নভেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হারুন-অর-রশিদ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, সদর উপজেলার চরভবানীপুর, গোবিন্দপুর, দুর্গাপুর, পাড়ালীর আলগী ও চরঈশ্বরদিয়া, জেলখানারচর মৌজার জমির মালিকদের সঙ্গে জমি অধিগ্রহণের বিষয়ে খোলামেলা আলোচনা হয়।

এ সময় ডিসি খলিলুর রহমান আইনগত প্রাপ্ততা, জমি অধিগ্রহণের প্রয়োজনীয়তা ও সরকারি নিয়ম-কানুন সম্পর্কে জেলা প্রশাসনের বক্তব্য তুলে ধরেন।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৬
এমএএএম/ওএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।