ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় জাতীয় সমবায় দিবস পালন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৬
বগুড়ায় জাতীয় সমবায় দিবস পালন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: ‘সমবায়ের দর্শন টেকসই উন্নয়ন’ প্রতিপাদ্য নিয়ে বগুড়ায় ৪৫তম জাতীয় সমবায় দিবস পালন করেছে সোনাতলা উপজেলা সমবায় দফতর ও সমবায়ী বৃন্দ।

 

দিবসটি উপলক্ষে শনিবার (৫ নভেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে ফের একই জায়গায় গিয়ে শেষ হয়।

পরে পরিষদের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মির্জা শাকিলা দিল হাছিন।

বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম আহসানুল তৈয়ব জাকির, ভাইস চেয়ারম্যান এনামুল হক মন্ডল, উপজেলা সমবায় কর্মকর্তা হাওয়া বেগম, পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সবুর মিয়া, সমবায়ী জাকির হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৬
এমবিএইচ/জিপি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।