শেরপুর: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় এক মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে শরিফুল ইসলাম সজিব (১৯) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৫ নভেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার সোহেল রহমান এ আদেশ দেন।
দণ্ডাদেশপ্রাপ্ত যুবক নালিতাবাড়ী পৌর শহরের নামা ছিটপাড়ার রফিকুল ইসলাম সানার ছেলে।
নালিতাবাড়ী থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফসিহুর রহমান বাংলানিউজকে জানান, মাদ্রাসায় যাওয়া আসার পথে এক মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন শরিফুল। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে কলসপাড় ইউনিয়নের পাঁচগাঁও বাজারের কাছে রাস্তায় আটকে মেয়েটিকে মোবাইল ফোন উপহার দেওয়ার চেষ্টা করেন শরিফুল। এসময় মেয়েটি মোবাইল ফোন নিতে অস্বীকার করলে তিনি জোরাজুরি শুরু করেন। বিষয়টি আশপাশের লোকজন দেখতে পেয়ে শরিফুলকে আটক করে কলসপাড় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের কাছে নিয়ে যান।
পরে দুপুরে তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। এসময় তিনি দোষ করায় বিচারক এ দণ্ডাদেশ দেন।
বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৬
আরবি/এসআই