সাতক্ষীরা: সাতক্ষীরায় শিশুবান্ধব স্থানীয় সুশাসন প্রতিষ্ঠায় অভিযোগ গ্রহণ ও সাড়া প্রদান বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৫ নভেম্বর) বিকেলে সাতক্ষীরা সদর থানার সভাকক্ষে ‘ব্রেকিং দ্য সাইলেন্স’ শীর্ষক এ সভায় পুলিশ কর্মকর্তারা অংশ নেন।
সভায় বক্তারা বলেন, সমাজে শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। শিশু নির্যাতন প্রতিরোধে আইনের কার্যকর প্রয়োগ দরকার। কিন্তু অনেক সময় সংশ্লিষ্টদের অবহেলায় শিশু নির্যাতনকারীরা পার পেয়ে যায়। এজন্য শিশুবান্ধব স্থানীয় সুশাসন প্রতিষ্ঠা জরুরি। এক্ষেত্রে অভিযোগ গ্রহণ ও সাড়া প্রদানে বাংলাদেশ পুলিশ সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে।
সভায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু।
এ সময় আরও উপস্থিত ছিলেন- পুরাতন সাতক্ষীরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সেলিম রেজা, ইটাগাছা ফাঁড়ির ইনচার্জ দেলোয়ার হোসেন, কাটিয়া ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ, সদর থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৬
এনটি/টিআই