ঢাকা: জাতীয় অধ্যাপক ও শিশুরোগ বিশেষজ্ঞ ডা. এম আর খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া।
শনিবার (৫ নভেম্বর) বিকেলে সংসদের গণসংযোগ বিভাগ থেকে পাঠানো শোক বাণীতে ডেপুটি স্পিকার বলেন, বিশেষজ্ঞ এই চিকিৎসকের মৃত্যুতে জাতি একজন অভিভাবক হারালো।
তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমাবেদনা জানান ফজলে রাব্বী মিয়া।
এদিন বিকেল ৪টা ২৫ মিনিটে ডা. এম আর খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তার প্রতিষ্ঠিত সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৮ বছর।
বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৬
এসএম/এটি