ঢাকা: বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে অন্যতম স্মৃতি-বিজড়িত পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (০৫ নভেম্বর) বিকেলে তিনি এ পরিদর্শন করেন।
বেলা ৩টা ২০ মিনিটে শেখ হাসিনা কেন্দ্রীয় কারাগারে পৌঁছান। প্রথম তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে তিনি কারা অভ্যন্তরে বঙ্গবন্ধু শেখ মুজিব স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। এরপর তিনি জাতীয় চারনেতার কারা স্মৃতি জাদুঘরও ঘুরে দেখেন।
** বিরূপ আবহাওয়ায় রোববার টুঙ্গিপাড়া যাচ্ছেন না প্রধানমন্ত্রী
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৬
এমইউএম/টিআই