ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

পুরাতন কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৬
পুরাতন কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে অন্যতম স্মৃতি-বিজড়িত পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (০৫ নভেম্বর) বিকেলে তিনি এ পরিদর্শন করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন বোন শেখ রেহানা, শেখ রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিকী ববিসহ অন্যরা।

বেলা ৩টা ২০ মিনিটে শেখ হাসিনা কেন্দ্রীয় কারাগারে পৌঁছান। প্রথম তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে তিনি কারা অভ্যন্তরে বঙ্গবন্ধু শেখ মুজিব স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। এরপর তিনি জাতীয় চারনেতার কারা স্মৃতি জাদুঘরও ঘুরে দেখেন।

** বিরূপ আবহাওয়ায় রোববার টুঙ্গিপাড়া যাচ্ছেন না প্রধানমন্ত্রী

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৬

এমইউএম/টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।