ঢাকা: ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারটি আবারো পরিদর্শনের সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা। অনিবার্য কারণে বন্ধ থাকলেও আগামী ৬ ও ৭ নভেম্বর আবার পরিদর্শন করা যাবে।
শনিবার (০৫ নভেম্বর) বিকেলে বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন কারা অধিদফতরের অতিরিক্ত মহা পরিদর্শক কর্নেল ইকবাল হোসেন।
তিনি জানান, অনিবার্য কারণে কারাগারে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ ছিলো। দর্শনার্থীরা এই কারাগারটি দেখতে অনেক আগ্রহী। তাদের এই আগ্রহের কথা মাথায় রেখে আগামী ৬ ও ৭ নভেম্বর পর্যন্ত কারাগারটি খোলা থাকবে।
এদিকে আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন বাংলানিউজকে জানান, ৬ ও ৭ নভেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারাগারটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
এর আগে জেল হত্যা দিবস উপলক্ষে ১ নভেম্বর থেকে ৫ নভেম্বর পর্যন্ত কারাগারটি দর্শনার্থীদের দেখার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল।
একশো টাকা টিকিটের বিনিময়ে কারাগার পরিদর্শন করা যাবে। এর আগেও ১শ’ টাকার টিকিট নিয়ে দর্শনার্থীরা কারাগার পরিদর্শন করেন।
বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৬
এসজেএ/আরএইচএস/বিএস