রাঙামাটি: রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকা থেকে জসিম উদ্দীন (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৫ নভেম্বর) দুপুর ২টার দিকে ওই এলাকার ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মানিকছড়ি এলাকার আব্দুল মালেকের বাড়িতে ভাড়া থাকতেন জসিম উদ্দীন। তিনি নিয়মিত মদ পান করতেন। শনিবার দুপুর পর্যন্ত তার ঘরের দরজা বন্ধ দেখে প্রতিবেশীরা ডাকাডাকি শুরু করেন। অনেক ডাকার পরও কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর দেন তারা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতাল মর্গে পাঠায়।
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুক জানান, খবর পেয়ে অতিরিক্ত মদ পানের কারণে জসিম উদ্দীনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৬
বিএসকে/এসআই