কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আট ইউনিয়নের ৩২০ জন কৃষকের মধ্যে কৃষি উপকরণ বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়।
শনিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের আয়োজনে কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে এসব উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও, ভারপ্রাপ্ত) আবু তাহের সাঈদের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম জেমস, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী আফতাব আহম্মেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মানিক দেব নাথ, মহিলা ভাইস চেয়ারম্যান সালুয়া ঠাকুর ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আব্দুল মন্নাফ প্রমুখ।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আব্দুল মন্নাফ বাংলানিউজকে বলেন, আমাদের কার্যালয়ের অধীনে আট ইউনিয়নে আটটি সমিতি রয়েছে। আট সমিতির বর্তমান সদস্য সংখ্যা ৩২০ জন। তাদের মধ্যে আটটি পাওয়ার ট্রিলার, ৪৮টি স্প্রে মেশিন ও আটটি ফুড পাম বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিল সমন্বিত কৃষি উন্নয়ন মাধ্যমের পুষ্টি ও খাদ্য নিশ্চিতকরণ প্রকল্প।
বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৬
আরবি/