ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ডোমারে গৃহবধূকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৬
ডোমারে গৃহবধূকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর ডোমারে এক গৃহবধূকে উত্ত্যক্ত করার দায়ে মফিজার রহমান (২২) নামে এক যুবককে এক মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৫ নভেম্বর) সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) ফুয়ারা খাতুন এ আদেশ দেন।

দণ্ড‍াদেশপ্রাপ্ত মফিজার উপজেলার পশ্চিম চিকনমাটি পল্টনপাড়ার মৃত রশিদুল ইসলামের ছেলে।

ডোমার থানার উপ-পরিদর্শক (এসআই) আরমান আলী বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে এক গৃহবধূকে উত্ত্যক্ত করে আসছিলেন মফিজার। ওই নারী শনিবার সকালে থানায় লিখিত অভিযোগ করেন। এর প্রেক্ষিতে পুলিশ তাকে আটক করে।

পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তিনি দোষ স্বীকার করায় বিচারক এ দণ্ডাদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।