সিরাজগঞ্জ: বাল্যবিয়ের উদ্দেশ্যে চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে এক মেয়ের বয়স বাড়িয়ে জন্ম সনদ দেওয়ায় উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের ইউপি সদস্য ইনজানুল হককে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৫ নভেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দ্বীপ কুমার সরকার এ দণ্ডাদেশ দেন।
ইনজানুল হক ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য।
উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মতিন জানান, বাল্যবিয়ে দেওয়ার উদ্দেশ্যে অভিভাবকের যোগসাজসে চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে উধুনিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ইনজানুল হক এক অপ্রাপ্তবয়স্ক মেয়ের বয়স বাড়িয়ে জন্ম সনদ দিয়েছেন- এমন অভিযোগে তাকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দ্বীপ কুমার সরকার তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৬
বিএসকে/এটি