বরিশাল: বরিশালে বিভিন্ন স্তরের নারী উদ্যোক্তাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসির অর্থিক সহায়তায় শনিবার (৫ নভেম্বর) সকালে নগরের আগরপুর রোডের বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় ডিস্ট্রিক্ট উইমেন বিজনেস ফোরাম আয়োজিত এ সভায় বরিশালের বিভিন্ন স্তরের ৪৫ জন নারী উদ্যোক্তা অংশ নেন।
ডা. বনলতা মুর্শিদার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ।
এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কাজী হোসনেয়ারা বেগম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাশিদা বেগম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ডেভলপমেন্ট স্টাডিজ’র সহকারী অধ্যাপক ও সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসির পরিচালক আব্দুল খালেক, এশিয়া ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার মো. শরিফুল ইসলাম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর কহিনুর বেগম, সামাজিক সংগঠন আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল এবং সংগঠনের উপদেষ্টা অধ্যাপক শাহ্ শাজেদা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নারী নেত্রী নিগার সুলতানা হনুফা।
বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৬
এমএস/এনটি/এসআই