ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাইক্রোবাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ৯ যাত্রী আহত হয়েছেন।
শনিবার (০৫ নভেম্বর) বিকেলে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ উপজেলার হারুয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- নান্দাইল বনগ্রামের আমিনুল ইসলাম, ঈশ্বরগঞ্জের জাটিয়ার শামছুজ্জামান, মাঝিয়াকান্দির শামছুদ্দিন, নবীজী বেগম, দরগাহপাড়ার ইয়াছিন, কেন্দুয়া কাউড়া গ্রামের সেলিনা বেগম, হাবিবা বেগম ও শিশু কন্যা নাবিয়া, সিরাজগঞ্জ সাহাজাদপুরের সোহানুর রহমান।
আহতদের প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়।
ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সজিব ঘোষ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৬
এমএএএম/ওএইচ/বিএস