ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে ২ বাসের সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৬
সিরাজগঞ্জে ২ বাসের সংঘর্ষে নিহত ১

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে দুই বাসের সংঘর্ষে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি (৩৬) নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ১০ জন।

শনিবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সয়দাবাদ রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, এসআই পরিবহনের একটি বাস সিরাজগঞ্জ থেকে ঢাকা যাচ্ছিল। পথে সয়দাবাদ রেলওয়ে স্টেশনের কাছে এলে ওই বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা শাহজাদপুর ট্রাভেলস’র অপর একটি বাসের সংঘর্ষ হয়। এসময় উভয় বাসের আট যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে এদের একজনের মৃত্যু হয়।

সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার জ্যোতি ভাস্কর সাহা জানান, আহত সাতজনকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে এক নারীর অবস্থা আশঙ্কাজনক।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।