হবিগঞ্জ: প্রতিদিনই ফার্ম থেকে হাঁসের সংখ্যা কমে যাওয়ায় আলা উদ্দীন সন্দেহ করেন বাঘ তার হাঁস খেয়ে যাচ্ছে। বিষয়টি নিশ্চিত হতে সারারাত ফাঁদ পেতে বসে থাকেন তিনি।
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের বনকাদিপুর গ্রামের অনেকের মনেই এই ভাবনা উঁকি দিয়ে গেছে- মেছো বাঘের কারণে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সে ভাবনাই সত্যি হয় শেষ পর্যন্ত। শনিবার (৫ নভেম্বর) ভোর রাতে আলা উদ্দীনের ফাঁদে আটকা পড়ে মেছো বাঘ।
আলা উদ্দীন বাংলানিউজকে জানান, ফাঁদ পেতে শনিবার (৫ নভেম্বর) ভোর রাতে বাঘটি আটক করা হয়। দুপুরে মৌলভীবাজার শাখার বন্য ও প্রাণী সংরক্ষণ অধিদফতরকে জানানো হলে তারা এসে মেছো বাঘটি উদ্ধার করে নিয়ে যায়।
বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৬
বিএসকে/এটি