ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে নিম্নচাপের বৃষ্টিতে ভোগান্তি জনজীবনে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৬
ঝালকাঠিতে নিম্নচাপের বৃষ্টিতে ভোগান্তি জনজীবনে

ঝালকাঠি: বঙ্গপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ঝালকাঠিতে বৃষ্টিপাত হচ্ছে। শুক্রবার (৪ নভেম্বর) সকাল থেকে থেমে থেমে শুরু হওয়া বৃষ্টি শনিবারও (৫ নভেম্বর) অব্যাহত আছে।

শনিবার সকাল থেকে বৃষ্টির মাত্রা বাড়তে থাকলে ভোগান্তিতে পড়েন সব শ্রেণি পেশার মানুষ। ফলে টানা বৃষ্টিতে ঝিমিয়ে পড়েছে জনজীবন। ঝালকাঠির চার উপজেলায় নদী বেষ্টিত হওয়ায় টানা বৃষ্টিতে নদী তীরবর্তী এলাকা প্লাবিত হচ্ছে। বৃষ্টির কারণে অনেক জায়গার রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে।

বৃষ্টির সঙ্গে মৃদু শীতল বাতাসে বইতে শুরু করেছে শীতের আভা।

এদিকে, ক্ষেতে থাকা শীতকালীন শাক সবজি ক্ষতির সম্মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন কৃষকরা।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৬
এমএস/আরবি/টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।