ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

কাফরুলে ফ্ল্যাট থেকে ৩৩টি মানব কঙ্কাল জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৬
কাফরুলে ফ্ল্যাট থেকে ৩৩টি মানব কঙ্কাল জব্দ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর কাফরুলের একটি ফ্ল্যাট থেকে ৩৩টি মানব কঙ্কাল জব্দ করেছে পুলিশ।

এ ঘটনায় কামরুজ্জামান রনি (২৬) নামে ওই ফ্ল্যাটের ভাড়াটিয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

রনি ন্যাশনাল মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

শনিবার (০৫ নভেম্বর) কাফরুল থানার ইটখোলা এলাকার ১৮৩/১ নম্বর বাড়ির দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট থেকে কঙ্কালগুলো জব্দ করা হয়।

ওই বাড়ির মালিকের দেওয়া তথ্যের ভিত্তিতে এ অভিযান চালায় পুলিশ।

ঢাকা মেট্রোপলিটান পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-কমিশনার মো. মাসুদ আহমেদ বিষয়টি বাংলানিউজকে জানান, বাড়ির মালিকের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে কার্টনের ভেতর থেকে ৩২-৩৩টি মানব কঙ্কাল পাওয়া যায়।

বাড়ির মালিক ইলিয়াস সাইফুল্লার কাছ থেকে ওই ফ্ল্যাটটি ভাড়া নেন রনি।

মাসুদ আহমেদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবদে রনি জানিয়েছেন, তিনি এ কঙ্কালগুলো তার সিনিয়র বড় ভাইদের কাছ থেকে কিনে নিজের কাছে রাখেন। পরে এগুলো জুনিয়রদের কাছে বিক্রি করে কিছু টাকা আয় করেন।

তিনি বলেন, এই ঘটনায় কোনো আটক নেই। তবে বিষয়টি জানতে পুলিশ রনিকে জিজ্ঞাসাবাদ করছে।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মোহাম্মদ শামীম বাংলানিউজকে বলেন, ‘মেডিকেল শিক্ষার্থীর কাছে কঙ্কাল থাকতেই পারে। তবে আমরা বিষয়টি জানতে কাজ করছি’।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৬
এসজেএ/ আরআইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।