ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ফের ঢাকায় আসছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট

জেসমিন পাপড়ি, ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৬
ফের ঢাকায় আসছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশের সঙ্গে বিশেষ সম্পর্ক তৈরিতে আগামী ২০১৭ সালের শুরুর দিকে রাষ্ট্রীয় সফরে ঢাকা আসছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এর আগে গত ফেব্রুয়ারিতে এশিয়া সফরের মধ্যে ঘণ্টা খানেকের জন্য ঢাকায় যাত্রা বিরতি করেছিলেন তিনি।

সফরটির আগে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে চলতি বছরের ডিসেম্বরেই ঢাকায় আসবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. রিয়াদ আল মালকি। শনিবার (০৫ নভেম্বর) দু’দেশের কূটনৈতিক সূত্রে এ তথ্য জানা যায়।

ফিলিস্তিন পররাষ্ট্রমন্ত্রী আগামী ১০-১২ ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠেয় গ্লোবাব ফোরাম ফর মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (জিএফএমডি) নবম শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। এ সময় প্রেসিডেন্ট আব্বাসের সফর নিয়ে বিস্তারিত আলোচনা করবেন তিনি।

ফিলিস্তনের জন্য বাংলাদেশের জনগণের বিরাট সমর্থনের কথা জানিয়ে গত ফেব্রুয়ারিতে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী দেশটির প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে ঢাকা সফরে আসার আমন্ত্রণ জানান।

গত ১৪ ফ্রেবুয়ারিতে রাত সাড়ে ১২টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মাহমুদ আব্বাস। এ সময় পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী বিমানবন্দরে তাকে স্বাগত জানান। ফিলিস্তিনের জনগণের প্রতি বাংলাদেশের অব্যাহত সমর্থনের কারণেই প্রেসিডেন্ট আব্বাস ঢাকায় তার প্রথম যাত্রা বিরতি করেছিলেন।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৬
জেপি/টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।