ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে মদ-ফেনসিডিল ধ্বংস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৬
সিলেটে মদ-ফেনসিডিল ধ্বংস

সিলেট: সিলেটের আদালতের মালখানায় রক্ষিত ১৬ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের দেড় সহস্রাধিক বোতল মদ ও ফেনসিডিল ধ্বংস করা হয়েছে।

শনিবার (৫ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসব মাদক ধ্বংস করা হয়।

ধ্বংস করা মাদকের মধ্যে ছিলো- এক হাজার ৫৯৫ বোতল অফিসার্স চয়েজ (মদ) ও ৫০ বোতল ফেনিসিডিল।

অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু ওবাইদার সভাপতিত্বে মাদক ধ্বংসকালে প্রধান অতিথি ছিলেন সিলেটের পুলিশ সুপার (এসপি) মো. মনিরুজ্জামান।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা বিশেষ শাখা সুজ্ঞান চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) ড. আ ক ম  আকতারুজ্জামান বসুনিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. আবুল হাসানাত, সিনিয়র সহকারী পুলিশ সুপার জ্যোতির্ময় সরকার, সদর কোর্ট পুলিশের পরিদর্শক সৈয়দ সফিকুল ইসলাম মুকুল, মালখানা অফিসার মো. মুজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৬
এনইউ/জিপি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।