ঢাকা: জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের মৃত্যুতে শোক জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচলক অধ্যাপক ড. আবুল কালাম আজাদ।
শনিবার (০৫ নভেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতির মাধ্যমে তিনি এ শোক জানান।
বিবৃতিতে এম আর খানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক-সন্তপ্ত পরিবার ও আত্মীয় স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
এম আর খানের মৃত্যুতে জাতির ও স্বাস্থ্য বিভাগের অপূরণীয় ক্ষতি হয়েছে উল্লেখ করে আবুল কালাম আজাদ বলেন, তার পদাঙ্ক অনুসরণ করে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে কাজ করবে স্বাস্থ্য অধিদফতর।
এর আগে শনিবার (০৫ নভেম্বর) বিকেল ৪টা ২৫ মিনিটে রাজধানীর গ্রিন রোডের সেন্ট্রাল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ডা. এম আর খান।
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৬
আরএইচএস/টিআই