ঢাকা: ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটাই চিন্তা- তা হলো দেশ ও জাতির উন্নয়ন এবং বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করা।
শনিবার (৫ নভেম্বর) টাঙ্গাইলের নাগরপুরে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
১২২ কোটি টাকা ব্যয়ে (শাহাজানী, আটাপাড়া, ধলাই) যমুনা নদীর ভাঙন রক্ষা বাঁধের কাজের অগ্রগতির প্রসঙ্গে এলাকাবাসীর সঙ্গে মতবনিময় সভায় বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী।
নাগরপুর উপজেলার ভারড়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন তখনই হয়- যখন শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পান।
আগামী নির্বাচনে আওয়ামী লীগ যদি ৫ বছরের জন্য আপনাদের রায় পায়, তবে বাংলাদেশের চেহারা পাল্টে যাবে। বাংলাদেশ বিশ্ববাসীর কাছে একটি উন্নত দেশ হিসেবে পরিচিতি পাবে, যোগ করেন তিনি।
ভারড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল করিম তালুকদারের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা খোরশেদ আলম বাবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়াম, সাধারণ সম্পাদক কুদরত আলী, সমাজসেবক আইয়ুব তালুকদার প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৬
এমআইএইচ/ওএইচ/এটি