ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বাগাতিপাড়ায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে অটোরিকশা চালক আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৬
বাগাতিপাড়ায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে অটোরিকশা চালক আহত

নাটোর: নাটোরের বাগাতিপাড়ায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে সৈকত (৩৮) নামে এক অটোরিকশা চালক আহত হয়েছেন।

শনিবার (০৫ নভেম্বর) দিনগত রাত পৌনে ৮টায় উপজেলার ছাতিয়ানতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

সৈকত বাগাতিপাড়া পৌর এলাকার বাড়ইপাড়া মহল্লার মৃত আলী মুদ্দিনের ছেলে।

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, রাতে অটোরিকশা নিয়ে সৈকত মালঞ্চি বাজার থেকে ফিরছিলেন। এসময় কয়েকজন ছিনতাইকারী অটোরিকশা থামিয়ে সৈকতকে ছুরিকাঘাত করেন। আহত অবস্থায় সেখান থেকে পালিয়ে তিনি পাশের একটি বাড়িতে আশ্রয় নেন।  
পরে স্থানীয়ার তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়।

তিনি আরও জানান, সৈকত ছিনতাইকারীদের চিনতে পেরেছেন। তাদের ধরতে পুলিশ অভিযানে নেমেছে। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।