কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ দু’জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২ এর সদস্যরা।
শনিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-১২ এ তথ্য জানায়।
আটক ব্যক্তিরা হলেন- দৌলতপুর উপজেলার বাহিরমাঝি সদরঘাট এলাকার মৃত হানিফ মণ্ডলের ছেলে হাবু মণ্ডল হাবলু (৪০) ও মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের সদরপুর স্কুলপাড়ার শহিদুল ইসলাম (৪৫)।
র্যাব জানায়, শুক্রবার (৪ নভেম্বর) রাতে মিরপুর উপজেলার কাতলামারী এলাকায় অভিযান চালায় র্যাব। এসময় একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও ৫২ বোতল ফেনসিডিলসহ হাবু মণ্ডলকে আটক করা হয়। শনিবার দুপুরে মিরপুর থানায় মামলা দায়ের করে হাবু মণ্ডলকে পুলিশে সোপর্দ করা হয়।
এদিকে, শুক্রবার রাতে মিরপুর শহরতলীর চৌড়হাস এলাকায় অস্ত্র বিক্রি করছিলেন শহিদুল ইসলাম। খবর পেয়ে র্যাবের একটি দল সেখানে অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী শহিদুলকে আটক করে।
শনিবার দুপুরে অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে কারাগারে পাঠানো হয় বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৬
এনটি/এসআই