ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় ১ কোটি ৭২ হাজার টাকার চোরাই শাড়ি-কাপড় জব্দ

ব্যুরো এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৮ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৬
খুলনায় ১ কোটি ৭২ হাজার টাকার চোরাই শাড়ি-কাপড় জব্দ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনায় শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা ১ কোটি ৭২ হাজার টাকার ভারতীয় শাড়ি-কাপড় জব্দ করেছে কোস্টগার্ড।

শনিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় খানজাহান আলী (র.) সেতুর টোল প্লাজা এলাকা থেকে কোস্টগার্ড পশ্চিম জোনের সিজি স্টেশন রূপসার একটি দল এসব পণ্য জব্দ করে।

কোস্টগার্ডের লে. (বিএনভিআর) এম ফরিদুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি দল খানজাহান আলী (র.) সেতু এলাকায় অবস্থান করছিলো। এ সময় একটি গাড়িতে তল্লাশি চালালে চোরাকারবারিরা ২ হাজার ৬৪২ পিস বিদেশি শাড়ি ও ২৪৯ পিস শালসহ অন্যান্য মালামাল ফেলে পালিয়ে যায়। জব্দ করা এসব মালামালের বাজার মূল্য আনুমানিক ১ কোটি ৭২ হাজার টাকা।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৬
এমআরএম/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।