ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

দৌলতপুরে মাদক বিক্রেতা আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৫ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৬
দৌলতপুরে মাদক বিক্রেতা আটক

মানিকগঞ্জ: মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কাকনা গ্রাম থেকে আলমগীর হোসেন (২৮) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (০৫ নভেম্বর) বিকেলে তাকে আটক করা হয়।

আটক আলমগীর একই গ্রামের মৃত সাঈদ আলীর ছেলে এবং পেশায় ভাড়াটে মোটরসাইকেল চালক।

মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  রবিউল ইসলাম বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার করছেন আলমগীর। বিকেলে এক সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের উপ-পরিদর্শক শামীম আল মামুন ও আশীষ কুমার যৌথভাবে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় আলমগীরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দৌলতপুর থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২৩২০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৬
বিএসকে/টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।