ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৬ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৬
ফেনীতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা

ফেনী: বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে আঘাত করলে তা মোকাবেলায় সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ফেনীর জেলা প্রশাসক মো. আমিন উল আহসান।

দুর্যোগ মোকাবেলায় করণীয় নির্ধারণে শনিবার (০৫ নভেম্বর) রাত ৯ টায় ফেনী সার্কিট হাউজ মিলনায়তনে অনুষ্ঠিত দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতি বক্তব্যে এ তথ্য জানান জেলা প্রশাসক।

উক্ত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) দেবময় দেওয়ান জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরাসহ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক বলেন, দুর্যোগপ্রবণ সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ইতিমধ্যে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। সাইক্লোন সেন্টারগুলো প্রস্তুত রাখতে বলা হয়েছে। জনগণকে সতর্ক করা হচ্ছে। রেড ক্রিসেন্ট তাদের স্বেচ্ছাসেবক দলকে প্রস্তুত রেখেছে।

বাংলাদেশ সময়: ০৪৩০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।