ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

এম আর খানের মরদেহ শহীদ মিনারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৬
এম আর খানের মরদেহ শহীদ মিনারে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জাতীয় অধ্যাপক ও শিশুরোগ বিশেষজ্ঞ ডা. এম আর খানের মরদেহে শেষ শ্রদ্ধা জানানোর জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়েছে।  

রোববার (০৬ নভেম্বর) সকালে সেন্ট্রাল হাসপাতাল প্রাঙ্গণ ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় মসজিদে দু’দফা জানাজা অনুষ্ঠিত হয়।

পরে সেখান থেকে বেলা ১১টা ৪০ মিনিটে মরদেহ নেওয়া হয় শহীদ মিনারে।

সেখানে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) নেতারাসহ সবস্তরের মানুধ শ্রদ্ধা নিবেদন করছেন।  

শ্রদ্ধা জানাতে এসেছেন, শিশু বিশেষজ্ঞ ড. শহীদউল্লাহ, উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান প্রমুখ।

এরপর বেলা আড়াইটা থেকে মিরপুরে শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন এবং বিকেল সাড়ে তিনটায় উত্তরা উইমেন্স মেডিকেল হাসপাতাল প্রাঙ্গণে তার জানাজা হবে। এরপর মরদেহ নিয়ে যাওয়া হবে গ্রামের বাড়ি সাতক্ষীরার রসুলপুরে। পথে রাতে যশোরে শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনে জানাজা অনুষ্ঠিত হবে।  

সোমবার সকাল সাড়ে ১০টায় এম আর খানের নিজের গ্রাম রসুলপুরে জানাজা অনুষ্ঠিত হবে। তারপর পারিবারিক কবরস্থানে জাতীয় এ অধ্যাপককে দাফন করা হবে।

শনিবার বিকেল ৪টা ২৫ মিনিটে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 
বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৬
এসজে/এসএইচ

**
জাতীয় অধ্যাপক এম আর খানের প্রথম জানাজা সম্পন্ন (ভিডিও)

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।