ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

জামালপুরে ট্রলি উল্টে চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৬
জামালপুরে ট্রলি উল্টে চালক নিহত

জামালপুর: জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের বাদেচান্দি এলাকার তারকাটা মিলের কাছে ট্রলি (পাওয়ার টিলার) উল্টে এর চালক রুবেল (২৫) নিহত হয়েছেন।  

রোববার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জামালপুর-ময়মনসিংহ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রলি চালক জামালপুর পৌর শহরের লাঙ্গলজোড়া এলাকার কেলু মিয়ার ছেলে।

শরিফপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলাম আলম জানান, লাঙ্গলজোড়া এলাকার একটি ভাটা থেকে ট্রলিতে ইট নিয়ে নান্দিনার দিকে যাচ্ছিলেন রুবেল। পথে বাদেচান্দির তারকাটা মিলের কাছে তিনি  নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রলিটি রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই রুবেলের মৃত্যু হয়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিমুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৬
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।