ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বদরগঞ্জে দোকানে বাস ঢুকে ১০ যাত্রী আহত

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৬
বদরগঞ্জে দোকানে বাস ঢুকে ১০ যাত্রী আহত বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুর: রংপুরের বদরগঞ্জে যাত্রীবাহী একটি বাস রাস্তার পাশের মুদিদোকানে ঢুকে পড়ায় বাসের ১০ যাত্রী গুরুতর আহত হয়েছেন।

রোববার (৬ নভেম্বর) সকালে উপজেলার মধুপুর ইউনিয়নের বোর্ডঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা  হয়েছে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রংপুর থেকে পার্বতীপুরগামী জাবেদ পরিবহনের একটি বাস (ঢাকা-মেট্রো-চ ৮৭৯৯) মধুপুরের বোর্ডঘর এলাকায় পৌঁছে ইট বহনকারী একটি ট্রাক্টরকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের মুদিদোকানে ঢুকে পড়ে। এতে ওই বাসের ১০ যাত্রী আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান প্রধান বলেন, দুর্ঘটনার বিষয়টি জেনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৬

এসআরআর/আরএ   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।