ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

মাদারগঞ্জে মাদকাসক্ত মামার হাতে ভাগ্নে খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৬
মাদারগঞ্জে মাদকাসক্ত মামার হাতে ভাগ্নে খুন

জামালপুর: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় শাহীন (৮) নামে একটি শিশুকে কুপিয়ে হত্যা করেছে তার মাদকাসক্ত মামা।

রোববার (৬ নভেম্বর) সকাল ১১টার দিকে মাদারগঞ্জ উপজেলার পশ্চিম কয়ড়া গ্রামে এ ঘটনা ঘটে।

শাহীন জামালপুর শহরের পশ্চিম ফুলবাড়িয়া গ্রামের আল আমীনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, শাহীন তার মায়ের সঙ্গে মাদারগঞ্জের পশ্চিম কয়ড়া গ্রামে নানা বাড়িতে বেড়াতে গিয়েছিল। রোববার সকালে মাদকাসক্ত শহীদ তার বাবার কাছে মাদক কেনার জন্য টাকা চায়। এসময় তার বোন (শাহীনের মা) টাকা দিতে নিষেধ করায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে শহীদ ধারালো দা দিয়ে ভাগ্নে শাহীনকে উপর্যুপরি কোপায়। এতে গুরুতর আহত হয় সে। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ঘটনার পর পরই পুলিশ ঘাতক শহীদকে আটক করেছে। শিশু শাহীনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 
এ ঘটনায় শাহীনের মা মানু বেগম বাদী হয়ে মাদারগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
 
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।