বগুড়া: ‘সেবার মান বৃদ্ধি করি, সবার প্রত্যাশা পূরণ করি’ স্লোগানকে সামনে রেখে বগুড়ায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০১৬ উদযাপন করা হয়েছে।
রোববার (০৬ নভেম্বর) দুপুরে এ উপলক্ষে জেলা পরিবার পরিকল্পনা অধিদফতরের উদ্যোগে জেলা প্রশাসকের সভা কক্ষে অ্যাডভোকেসি সভা ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক (ডিসি) মো. আশরাফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা অধিদপতরের উপ-পরিচালক মতিয়ার রহমান, বগুড়া প্রেসক্লাবের সভাপতি যাহেদুর রহমান যাদু, ডেপুটি সিভিল সার্জন এটিএম নুরুজ্জামান, জেলা তথ্য কর্মকর্তা মজিবর রহমান, সদর উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু, মেডিকেল অফিসার ডা. জহুরুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৬
এমবিএইচ/আরআইএস/আইএ ।