রাঙামাটি: পার্বত্য চট্টগ্রামে সমাজ ভিত্তিক ও বাণিজ্যিক দেশিয় ভেড়ার উন্নয়ন ও সংরক্ষণ প্রকল্পের আওতায় জেলার বরকল উপজেলার ২০ জনকে ৬০টি ভেড়া বিতরণ করা হয়েছে।
রোববার (০৬ নভেম্বর) সকালে রাঙ্গামাটি জেলা প্রাণিসম্পদ কার্যালয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান এসব ভেড়া বিতরণ করেন।
প্রাণিসম্পদ বিভাগ, চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক এ এইচ এম মনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- প্রকল্প পরিচালক মো. হাবিবুর রহমান, উপ-প্রকল্প পরিচালক মো. রাজ্জাকুল ইসলাম, রাঙামাটি সদর ও বরকল (অতিরিক্ত দায়িত্ব) উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. সুমনী আক্তার, জেলা প্রাণিসম্পদ কর্মকতা ডা. মো. সাখাওয়াত হোসেন।
এছাড়া পার্বত্য চট্টগ্রামের ভৌগলিক অবস্থান ভেড়া পালনের উপযোগী হওয়ায় তিন পার্বত্য জেলার ২৫টি উপজেলায় এ প্রকল্পের আওতায় ৫০০ জনকে জনপ্রতি ৩টি করে সর্বমোট ১৫০০টি ভেড়া বিনামূল্যে বিতরণ করা হবে।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৬
বিএসকে/পিসি