নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ আদালত পাড়া থেকে ডাকাতি মামলায় গ্রেফতার হওয়া আসামি মনির হোসেন (৪০) হাতকড়াসহ পালিয়েছেন।
রোববার (০৬ নভেম্বর) দুপুরে মামলার রিমান্ড শুনানি শেষে তাকে কোর্টের গারদখানায় নেওয়ার পথে তিনি পালিয়ে যান।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক সোহেল আলম বাংলানিউজকে বলেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রোববার বেলা ১২টায় ফতুল্লার একটি ডাকাতি মামলায় মনিরের বিরুদ্ধে সাতদিনের রিমান্ড শুনানি হয়। আদালত শুনানি শেষে তার বিরুদ্ধে পুলিশের রিমান্ড আবেদন নামঞ্জুর করেন। পরে কনস্টেবল বোরহান উদ্দিন ও কনস্টেবল আজম আলী আসামিকে নিয়ে যাওয়ার সময় তিনি পালিয়ে যান।
সোহেল আরও বলেন, আসামি পালিয়ে যাওয়ার বিষয়টিতে অনেকেই কনস্টেবল বোরহান উদ্দিনকে দোষ দিচ্ছেন।
তবে বিষয়টি খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৬
জিপি/আইএ