বগুড়া: বগুড়ার শেরপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার প্রত্যয়ে সমাবেশ করেছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ।
রোববার (০৬ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এ সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের উপজেলা শাখার মাঠ সহকারী সরোয়ার হোসেন শফিকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম সরোয়ার জাহান।
বক্তব্য দেন- শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক মুনসী সাইফুল বারী ডাবলু, তথ্যমালার সম্পাদক সুজিত বসাক, বিজয় বাংলার সম্পাদক আকরাম হোসাইন, শেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুল ইসলাম শফিক, উপজেলা ইমাম মোয়াজ্জিন সমিতির সভাপতি আবু বকর সিদ্দিক, মাওলানা রুহুল আমিন, মোহতাসিম বিল্লাহ, সাংবাদিক আব্দুল মান্নান, আইয়ুব আলী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৬
এমবিএইচ/এসআরএস/এমএ