ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

জন্ম নিয়ন্ত্রণ বিষয়ে পাথরঘাটায় কর্মশালা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৬
জন্ম নিয়ন্ত্রণ বিষয়ে পাথরঘাটায় কর্মশালা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরগুনা: বরগুনার পাথরঘাটায় জন্ম নিয়ন্ত্রণে দীর্ঘ মেয়াদী পদ্ধতি গ্রহণ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (০৬ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে শুরু হয়।

অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মী ও পদ্ধতি গ্রহীতারা উপস্থিত ছিলেন।

পরিবার পরিকল্পনা অধিদপ্তর অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. এসসি মতিউল আলম।

পরিবার পরিকল্পনা কার্যক্রম স্থায়ী ও দীর্ঘমেয়াদী পদ্ধতি বিশেষ করে আইউডি (কপারটি) গ্রহীতা বৃদ্ধির লক্ষে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। পাথরঘাটা উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ের কর্মী, কর্মকর্তা ও কপারটি ব্যবহারকারী সন্তুষ্ট দম্পতিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রিপন, উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভিন, পাথরঘাটা সদর ইউনিয়ন চেয়ারম্যান মো. আসাদুজ্জামান, সাংবাদিক মির্জা শহিদুল ইসলাম খালেদ রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন। কর্মশালায় সক্ষম দম্পতিদের মধ্যে স্থায়ী পদ্দতির ব্যবহারকারি বৃদ্ধির লক্ষ্যে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা জানান হয়।

অনুষ্ঠানে জন্ম নিয়ন্ত্রণের প্রাকৃতিক পদ্ধতি, নিরাপদ কাল, বিলম্বে বিবাহ, শিশুকে বুকের দুধ পানকালীন নিরাপদকাল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৬

পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।