ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় সাত বছরের শিশু বাদশা নিহত হয়েছে। শিশুটি স্থানীয় দরিরামপুর উজানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
রোববার (০৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের স্থানীয় মান্নান ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বাংলানিউজকে বলেন, রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক শিশুটিকে চাপা দেয়। এ সময় ট্রাকের পেছনে থাকা ঢাকাগামী এনা পরিবহনের একটি বাস আবারও শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৬
এমএএএম/জিপি/জেডএস