ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

আইসিএসসি সদস্য হলেন ড. ফরাসউদ্দিন 

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৬
আইসিএসসি সদস্য হলেন ড. ফরাসউদ্দিন 

ঢাকা:  আন্তর্জাতিক সিভিল সার্ভিস কমিশনের (আইসিএসসি) সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।

রোববার (০৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।

আইসিএসসি জাতিসংঘের সাধারণ পরিষদের গুরুত্বপূর্ণ অঙ্গ প্রতিষ্ঠান। ২০১৭ সালে জানুয়ারিতে নতুন এ দায়িত্ব গ্রহণ করবেন ড. ফরাসউদ্দিন।  
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত ৪ নভেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে সর্বসম্মতিতে আইসিএসসি সদস্য নির্বাচিত হন তিনি। আগামী চার বছর এ দায়িত্ব পালন করবেন ড. ফরাসউদ্দিন।
আইসিএসসি জাতিসংঘের অধীনে থাকা বিশেষায়িত সংস্থা ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোতে কর্মরতদের চাকরি সংক্রান্ত নিয়ম-নীতি ও কর্মী ব্যবস্থাপনা সমন্বয় করে। ফরাসউদ্দিনসহ ১৫ সদস্য থাকবেন এ কমিটিতে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ড. মোহাম্মদ ফরাসউদ্দিন স্বাধীন বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশনের সদস্য ছিলেন। তিনি ১৯৯৮ থেকে ২০০১ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্ব পালন করেন।
আর ১৯৭৩ থেকে ১৯৭৫ পর্যন্ত ছিলেন বঙ্গবন্ধুর একান্ত সচিব।  
ড. ফরাসউদ্দিনের জন্ম হবিগঞ্জ জেলার মাধবপুরে। তিনি ১৯৬৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।  
পরে একই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেন তিনি। পরে যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন ড. ফরাসউদ্দিন।

তিনি বেসরকারি ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা,  নভেম্বর ০৬, ২০১৬
জেপি/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।