নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে ৫০ লাখ টাকা যৌতুকের দাবিতে তাহেরা খাতুন সুমি (৩২) নামে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ি লোকজনের বিরুদ্ধে।
গরম খুন্তির ছ্যাঁকাসহ রড দিয়ে পিটিয়ে জখম করা হয় সুমিকে।
রোববার (০৬ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইসরাত জাহানের আদালত শুনানি শেষে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে অভিযুক্ত শহিদুলকে গ্রেফতারের নির্দেশ দেন। একই সঙ্গে আগামী ২০১৭ সালের ৩১ জানুয়ারি শুনানির জন্য পরবর্তী দিন ধার্য করেন।
বাদী পক্ষের আইনজীবী আবুল হাসনাত আবদুল্লাহ রাসেল বাংলানিউজকে জানান, ২০০৮ সালের ১৭ অক্টোবর নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর পূর্ব মসিনাবন্দ এলাকার মৃত মো. বিল্লাল হোসেনের মেয়ে তাহেরা খাতুন সুমির সঙ্গে সিদ্ধিরগঞ্জ আদমজীনগর সুমিলপাড়া এলাকার আব্দুল হাকিম মেম্বারের ছেলে মো. শহিদুল ইসলামের সঙ্গে বিয়ে হয়।
বিয়ের সময় দুই লাখ টাকার আসবাবপত্র কিনে দেওয়া হয় শহিদুলকে। কিছুদিন পর তিনি ফ্ল্যাট কিনার কথা বলে আরও ৫০ লাখ টাকা যৌতুক দাবি করেন এবং না দিলে বাড়ি থেকে চলে যাওয়ার জন্য হুমকি দেন।
তাহেরা খাতুন সুমি যৌতুকের টাকা দিতে অস্বীকার করলে, স্বামী শহিদুলসহ তার বোন সমলা বেগম, শিউলী আক্তার, হোসনে আরা আক্তার ও শিমু আক্তার ক্ষিপ্ত হয়ে সুমির ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করেন।
এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. সরাফতউল্ল্যা জানান, ‘ এমন ঘটনার খবর পেয়েছি। ওয়ারেন্ট দেখে আমরা আইনগত ব্যবস্থা নেবো’।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৬
এসআরএস/টিআই