পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় নিখোঁজের দু’দিন পর রাকিব (১৪) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (০৬ নভেম্বর) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
মহিপুর থানার উপ পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, শুক্রবার থেকে রাকিবকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রোববার সকালে বাড়ির পাশের একটি ডোবায় তার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানয়ীরা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতাল মর্গে পাঠায়।
রাকিবের ঘাড়ের বা পাশে আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৬
এমএস/বিএসকে/আরএ