ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ছাতকে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৬
ছাতকে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০

সুনামগঞ্জ: সুনামগঞ্জের ছাতক উপজেলায় গোবিন্দগঞ্জ ইউনিয়নে পরিবহন শ্রমিক ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে।

রোববার (৬ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জ-সিলেট সড়কের গোবিন্দগঞ্জ পয়েন্টে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুরে সুনামগঞ্জ-সিলেট সড়কের মিছিল বের করে ছাত্রলীগ। এসময় সিএনজি চালিত একটি অটোরিকশা ছাত্রলীগের কয়েকজন কর্মীকে ধাক্কা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগ কর্মীরা অটোরিকশা চালককে মারধর করে।

এ খবর পরিবহন শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়লে ছাত্রলীগ কর্মীদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়। এসময় অর্ধশতাধিক অটোরিকশা ও থ্রি-হুইলার ভাঙচুর করা হয়।

সুনামগঞ্জ থানার সহকারী পুলিশ সুপার কানন কুমার দেবনাথ বাংলানিউজকে জানান, সংঘর্ষের কারণে সুনামগঞ্জ-সিলেট সড়কে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশের হস্তক্ষেপে বিকেল ৪টার দিকে যান চলাচল শুরু হয়।

আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৬
এনটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।