নোয়াখালী: নোয়াখালীর কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়ন থেকে অপহরণ হওয়ার চারদিন পর শিশু জহির উদ্দিন শান্তকে (১২) উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকায় দুইজনকে আটক করা হয়েছে।
রোববার (৬ নভেম্বর) দুপুরে ইউনিয়নের সোনাদিয়া গ্রামের মো. সবুজের ছেলে শান্ত ও অপহরণকারীদের থানায় আনা হয়।
আটক ব্যক্তিরা হলেন চাঁদপুরের মতলব উপজেলার নানদুরকান্দী গ্রামের সিবাস চন্দ্র সরকারের ছেলে পলাশ চন্দ্র সরকার (২৮) ও মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার কামদা বাসাই এলাকার নবু শেখের ছেলে লিটন হোসেন রনি (২৯)।
সাধারণ ডায়েরিতে (জিডি) উল্লেখ করা হয়, বুধবার (২ নভেম্বর) সকালে মক্তব থেকে বাড়ি ফেরার সময় অপহরণের শিকার হয় শান্ত। পরদিন (বৃহস্পতিবার) সকালে মোবাইল ফোনে অপহরণকারীরা শান্তর পরিবারের কাছে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এর সূত্রধরে কবিরহাট থানা পুলিশ রোববার ভোরে চাঁদপুর জেলার মতলব এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে শান্তকে উদ্ধার করে।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৬
এনটি/এটি