ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

হালুয়াঘাটে পুত্রবধূকে জ্বলসে দিলেন শ্বশুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৬
হালুয়াঘাটে পুত্রবধূকে জ্বলসে দিলেন শ্বশুর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার খয়ড়াকুড়ি এলাকায় পারিবারিক কলহের জের ধরে পুত্রবধূ রাঁধা রানী চৌহানকে (২৪) শরীরে গরম তরকারি ঢেলে জ্বলসে দিয়েছে শ্বশুর শ্রী প্রসাদ শিবু চৌহান।   

 

রোববার (০৬ নভেম্বর) সকালে এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন রাঁধার ভাই সঞ্জিব চৌহান।

মামলায় রাঁধার শ্বশুর-শ্বাশুড়ি ও দেবর’কে আসামি কর‍া হয়।

এ ঘটনায় জড়িত শ্বশুর শিবু চৌহান ও শাশুড়ি জোসনা চৌহানকে গ্রেফতার করে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
   
সঞ্জিব চৌহান বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার (০৩ নভেম্বর) রাতে আমার বোন তরকারি রান্না করছিলো। এ সময় পারিবারিক কলহের জের ধরে তার শ্বশুর শিবু চৌহান গরম তারকারি তার শরীরে ঢেলে দেন।      

তিনি বলেন, রাঁধা বর্তমানে দগ্ধ শরীরের অসহ্য যন্ত্রণা নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ১১নং ওয়ার্ডের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে। তার প্রায় অর্ধেক শরীর পুড়ে গেছে।  

রাঁধার খালাতো ভাই মদন কুমার চৌহান বাংলানিউজকে বলেন, বিয়ের পর থেকেই যৌতুকের জন্য প্রায়ই তাকে নির্যাতন করতো শ্বশুর বাড়ির লোকজন।

লুয়াঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সানোয়ার হোসেন বাংলানিউজকে জানান, এ ঘটনায় গ্রেফতারদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৬

এমএএএম/আরআইএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।