ধুনট (বগুড়া): বগুড়ার ধুনটে স্টুডেন্ট’স ক্লাবের উদ্যোগে মুক্তিযোদ্ধা আজিজুর রহমান মণ্ডল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
রোববার (০৬ অক্টোবর) বিকেল ৪টায় ধুনট পৌর পার্কে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন ধুনট পৌর মেয়র এজিএম বাদশাহ্।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবক ইসমত মল্লিক।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ধুনট উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও ধুনট পৌরসভার কাউন্সিলর আলী আজগর মান্নান, কাউন্সিলর শাজাহান আলী, আবুল আকতার বাবু, রনজু মল্লিক, ফজলুল হক সোনা, ধুনট পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রকিবুল হাসান বিদ্যুৎ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুর রশিদ, সহ সভাপতি আব্দুল মালেক সুইট, ধুনট প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাবুল ইসলাম, ব্যবসায়ী শাজাহান আলী প্রমুখ।
উদ্বোধনী খেলায় ধুনট পৌর ক্রীড়া সংঘ ও উল্লাপাড়া ফুটবল ক্লাব অংশ নেয়।
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৬
এনটি/পিসি