ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ধুনটে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৬
ধুনটে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনটে স্টুডেন্ট’স ক্লাবের উদ্যোগে মুক্তিযোদ্ধা আজিজুর রহমান মণ্ডল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

রোববার (০৬ অক্টোবর) বিকেল ৪টায় ধুনট পৌর পার্কে এ ট‍ুর্নামেন্টের উদ্বোধন করেন ধুনট পৌর মেয়র এজিএম বাদশাহ্।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবক ইসমত মল্লিক।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ধুনট উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও ধুনট পৌরসভার কাউন্সিলর আলী আজগর মান্নান, কাউন্সিলর শাজাহান আলী, আবুল আকতার বাবু, রনজু মল্লিক, ফজলুল হক সোনা, ধুনট পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রকিবুল হাসান বিদ্যুৎ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুর রশিদ, সহ সভাপতি আব্দুল মালেক সুইট, ধুনট প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাবুল ইসলাম, ব্যবসায়ী শাজাহান আলী প্রমুখ।

উদ্বোধনী খেলায় ধুনট পৌর ক্রীড়া সংঘ ও উল্লাপাড়া ফুটবল ক্লাব অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৬
এনটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।