রংপুর: রংপুরে জাপানি নাগরিক হোসি কুনিও এবং খাদেম রহমতুল্লাহ’র হত্যা মামলায় গ্রেফতার জেএমবি প্রশিক্ষকসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির ৪ সদস্যের ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
রোববার (৬ নভেন্বর) বিকেল সাড়ে ৫টায় রংপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ আদালতে পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে বিচারক মো. শফিউল আলম ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
দুপুরে রংপুরের পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান তার কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে বলেন, জেলার শাহাবাজপুরের একটি পরিত্যাক্ত ইটভাটায় জঙ্গিরা অবস্থান করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে অভিযান চালায় গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতওয়ালি থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা গুলি ছোড়ে এবং ককটেল নিক্ষেপ করে। পুলিশ পাল্টা গুলি চালালে চার/পাঁচ জঙ্গি পিছু হটে পালিয়ে যায়, আটক হয় চার জন।
তাদের জাপানি নাগরিক হোসি কুনিও হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে সংশ্লিষ্ট আইনে তিনটি মামলা দায়ের করা হয়েছে।
** হোসি কুনিও হত্যাকারীর প্রশিক্ষকসহ গ্রেফতার ৪
বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৬/২০০৩ ঘণ্টা
এটি