যশোর: যশোর শহরের বকচর এলাকায় সুমন হোসেন (৪৫) নামে এক ট্রাকচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে হামলার শিকার হন তিনি।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বাংলানিউজকে জানান, বিকেল সাড়ে ৪টার দিকে বকচর-হুশতলা এলাকার কাছে দুর্বৃত্তরা সুমনকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ওই হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধী অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।
তিনি আরো জানান, চিহ্নিত মাদক ব্যবসায়ী সুমন একাধিক মামলার আসামি। কারা কেন সুমনকে হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৬
ইউজি/এসআই