ফরিদপুর: ফরিদপুরে পানিতে ডুবে রিমন শেখ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (০৬ নভেম্বর) দুপুরে সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের লক্ষীদাসের হাট এলাকার একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
রিমন শেখ উপজেলার ঈশান গোপালপুর এলাকার নাসির শেখের ছেলে।
পারিবারিক সূত্র জানায়, সকালে শিশু রিপন বাড়ির উঠানে খেলছিল। এ সময় সে সবার অজান্তে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের একটি খালে রিপনের মরদেহ পাওয়া যায়।
ঈশান গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও লক্ষীদাসের হাট কমিটির সাধারণ সম্পাদক টুটুল বিশ্বাস বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৬
জিপি/পিসি